ড. মসিউরের স্ত্রীর মৃত্যুতে দুই মন্ত্রীর শোক

প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান ইভার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (২৮ ডিসেম্বর) পৃথক শোকবার্তায় তারা শোক জানান।
শোকবার্তায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রওশন রহমান ইভা দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন জানিয়ে অন্য শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান।
করোনায় আক্রান্ত হয়ে রওশন রহমান ইভা সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এসআর/এনআই/এইচকে
