আরও জাপানিজ কোম্পানি বাংলাদেশে প্রবেশের প্রত্যাশা রাষ্ট্রদূতের

বাংলাদেশের বাজারে আরও জাপানিজ কোম্পানি দেখতে চান দেশটির রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি। বুধবার (২০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে এমন আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বাজারে যাত্রা শুরু করেছে জাপানি ব্যাকপ্যাক ব্র্যান্ড আউটডোর প্রোডাক্টস। ইয়োলোর সঙ্গে এক্সক্লুসিভ পার্টনারশিপে বাজারে এসেছে ব্র্যান্ডটি। বুধবার রাতে গুলশানে ইয়োলোর ফ্ল্যাগশিপ স্টোরে আউটডোর প্রোডাক্টসের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বাজারে প্রবেশের জন্য জাপানের কোম্পানিগুলোর জন্য এটা অনেক বড় একটা পরিসর। আর আজকের এই পদক্ষেপটিও সেই হিসেবে প্রথম বড় পদক্ষেপ। আমি আশা করি অন্য জাপানিজ কোম্পানিরা এই সাহসী পদক্ষেপকে অনুসরণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাপানি আউটডোর প্রোডাক্টসের ভ্রমণ প্যাক, ডেপ্যাক, হাইকিং ব্যাকপ্যাক, ল্যাপটপ ব্যাকপ্যাকসহ জনপ্রিয় ব্যাগগুলো প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বেক্সিমকো গ্রুপের উপদেষ্টা নাভেদ হোসেন, বেক্সিমকো টেক্সটাইলসের অ্যাপারেল এবং পিপিই বিভাগের সিইও ও প্রেসিডেন্ট আহমেদ শাহরীয়ার রহমান, ইতোচু টেক্সটাইস প্রোমিনেন্টের (এশিয়া) ব্যবস্থাপনা পরিচালক মোরিতা হিরোশি, ইতোচু কর্পোরেশনের ঢাকা অফিসের প্রধান প্রতিনিধি এবং মহাব্যবস্থাপক টেটসুরো কানো প্রমুখ।
এমজে
