ডিএসসিসির সব অঞ্চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের আওতায় আরোপিত শর্তাবলি তদারকি করতে সব অঞ্চলে একযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (৬ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব অঞ্চলে একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের (আনিক) পাশাপাশি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরুজ্জামান ও তানজিলা কবির ত্রপা অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে আদালত কিছু এলাকায় স্বাস্থ্যবিধি না মানা এবং কিছু স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেন।
ডিএসসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) মেরিনা নাজনিন আজ ধানমন্ডি ও হাতিরপুল এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে তিনি সাত মসজিদ রোডের ইউনিমার্টসহ বেশ কয়েকটি রেস্টুরেন্ট ও খাবার দোকানে সরকার ঘোষিত নির্দেশনা লঙ্ঘন করে খাবার পরিবেশন করায় ৬টি মামলা দায়ের ও নগদ ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে তিনি হাতিরপুল এলাকায় রাস্তার উপরে অবৈধভাবে বসা কাঁচাবাজার সরিয়ে দেন।
এদিকে আজ করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা নগরীর ধানমন্ডি এলাকায় ১৬টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ২টি ভবনের বেজমেন্টে এডিস মশার লার্ভা পাওয়ায় মালিকদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের ও নগদ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
পাশাপাশি ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরুজ্জামানের নেতৃত্বে ৪০ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন ২৫টি স্থাপনায় অভিযান পরিচালনা করেন। এ সময় আদালত দুটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ২টি মামলা দায়ের এবং নগদ ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
অভিযোগ প্রসঙ্গে অঞ্চল-১ এর আনিক মেরিনা নাজনিন বলেন, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে বিভিন্ন হোটেল ও খাবার দোকানে এখনো খাবার গ্রহণ করছেন অনেকে। অভিযানকালে এ রকম বেশ কয়েকটি খাবার হোটেল ও খাবার দোকানে এ ধরনের পরিবেশ পাওয়ায় ৬টি মামলা দায়ের এবং সেসব মামলায় মোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এএসএস/এসকেডি