আজকের সর্বশেষ
- বিপর্যস্ত ইরানে আরও ২৫৮ প্রাণহানি
- ক্যান্সার আক্রান্ত রুবেল-নাদেরকে সহায়তা করল পিচ ফাউন্ডেশন
- মজুদ পর্যাপ্ত, নিত্যপণ্যের দাম বাড়ার সম্ভাবনা নেই
- লকডাউন : এক মাসের বাড়ি ভাড়া মওকুফের দাবি
- সিএমএম আদালতের ৫ বিচারক করোনায় আক্রান্ত
- বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মৌলভীবাজার শহরবাসী
- ২০ কোটি টাকার গেমসে কী পেলেন ক্রীড়াবিদরা
- ডোন্ট টেক ইট পার্সোনালি
- ভারতে টিকা নেওয়ার পর ৩২০ জনের শরীরে রক্ত জমাট
- আইপিএল জুয়ার আসর থেকে আটক ১৫
- লকডাউনের নামে জামাতে নামাজ বন্ধ করা যাবে না : বাবুনগরী
নীলক্ষেতে বাসের ধাক্কায় সিএনজিচালক নিহত
০৭ এপ্রিল ২০২১, ১১:৩৯

ফাইল ছবি
রাজধানীর নীলক্ষেত এলাকায় বাসের ধাক্কায় গোলাম মোস্তফা নামে একজন সিএনজিচালক নিহত হয়েছেন। আজ (বুধবার) সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনার পর মোস্তফাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, নীলক্ষেত এলাকায় ঠিকানা পরিবহনের বাসের ধাক্কায় গোলাম মোস্তফা নামে একজন সিএনজিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আমরা ক্যাম্পে চালককে আটক করে রেখেছি। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আটক বাসচালকের নাম জালাল উদ্দিন। জালাল জানান, সাভার থেকে সাইনবোর্ড যাচ্ছিলেন তিনি। নীলক্ষেত এলাকায় বাসটি পৌঁছালে বাস ঘোরানোর সময় সিএনজিটি তার গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে সিএনজিচালক গুরুতর আহত হন। তিনি বলেন, আমি নিজেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এরপর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত গোলাম রামপুরা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি কুমিল্লার হোমনাতে।
এনএফ
জাতীয় এর সর্বশেষ