ডি-৮ পররাষ্ট্রমন্ত্রীদের সভায় ‘ঢাকা ঘোষণা-২০২১’ অনুমোদন

উন্নয়নশীল আটটি মুসলিম দেশের জোট ডি-৮ পররাষ্ট্রমন্ত্রীদের সভায় ‘ঢাকা ঘোষণা-২০২১’ সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে। একইসঙ্গে জোটটির আগামী দশ বছরের কর্মপরিকল্পনার রোডম্যাপে মহামারি পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার এবং আঞ্চলিক সংগঠনটিকে কার্যকর করার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) ভার্চুয়ালি অনুষ্ঠিত ডি-৮ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ডি-৮ উন্নয়নশীল ৮টি দেশ নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক এ সংস্থার সদস্য।
সভায় পররাষ্ট্রমন্ত্রীরা করোনা মহামারির কারণে ভেঙেপড়া অর্থনীতির বির্নিমাণে ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে বাণিজ্য বাড়ানোসহ কানেক্টিভিটির ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি জোট রাষ্ট্রগুলোর মধ্যে তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার বিষয়ে গুরত্বারোপসহ করোনা ভ্যাকসিন পেতে বহুমুখী ও বহুজাতিক উদ্যোগের সঙ্গে থাকার বিষয়ে পরামর্শ এসেছে।
সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সংযোগ স্থাপনে আরও বেশি কার্যকর, সক্রিয় এবং প্রাণবন্ত হওয়ার বিষয়ে পরামর্শ দেন।
মোমেন সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য কানেক্টিভিটি বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন, ‘করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ এ অবস্থা থেকে উত্তরণে ডি-৮ সদস্যগুলোর সঙ্গে সহযোগিতা করতে চায়। এক্ষেত্রে জোট রাষ্ট্রগুলোর সরকার এবং বেসরকারি সেক্টরগুলোর মধ্যে কানেক্টিভিটি ও নেটওয়ার্কিং বাড়ানোর মাধ্যমে সমস্যার সমাধান করা যেতে পারে।’
ডি-৮ সদস্য রাষ্ট্রগুলো সহযোগিতা হতে পারে এমন অবস্থার জন্য বাংলাদেশ বাস্তবসম্মত যে কোনো ধরনের উদ্যোগ নিতে প্রস্তুত বলে আশ্বাস দেন মোমেন।
বাংলাদেশের আয়োজনে উন্নয়নশীল আটটি মুসলিম দেশের জোট ডি-৮ এর চার দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে সোমবার (৫ এপ্রিল)। সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার (৮ এপ্রিল) সমাপণী ও শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডি-৮ সম্মেলনের স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ আগামী দুই বছর ডি-৮ এর চেয়ারের দায়িত্ব পালন করবে।
১৯৯৬ সালে উন্নয়নশীল আটটি মুসলিম দেশ নিয়ে ডি-৮ জোট গঠন করা হয়। এর এক বছরের মাথায় ১৯৯৭ সালে জোটটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়েছিলেন। ডি-৮ জোটের দ্বিতীয় সম্মেলন হয় ১৯৯৯ সালে ঢাকায়।
এনআই/এসএম