ফোর্সের সঙ্গে এক টেবিলে খাবার খেলেন ডিএমপি কমিশনার

রাজারবাগ পুলিশ লাইন ৬ নং মেসে ফোর্সের সঙ্গে একই টেবিলে শুক্রবার দুপুরের খাবার খেয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাবিবুর রহমান।
শুক্রবার দিবাগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, শুক্রবার রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে ফোর্সের রান্নাঘর ও মেসসমূহ সরেজমিনে পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনার নিজেই ফোর্সের সঙ্গে বসে খাবার খেয়ে খাবারের মান যাচাই করেন। তিনি ফোর্সের খাবারের মান উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
ডিএমপি কমিশনারের এমন উদ্যোগের জন্য ফোর্সরা কমিশনারকে সাধুবাদ জানান।

এ সময় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ) আর এম ফয়জুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসি/এসকেডি