কীভাবে বোঝাব আমে বিষ নেই, দলগুলোকে ইসি রাশেদা

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে যেসব রাজনৈতিক দল বর্তমান কমিশনের ওপর আস্থা রাখতে পারছে না, তাদের উদ্দেশে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, কীভাবে বোঝাবো আমে বিষ নেই। তাদের আস্থা ও মানসিকতার উন্নয়ন করতে হবে।
রোববার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাশেদা সুলতানা বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কখন এবং কীভাবে সংলাপ করব তখন দেখা যাবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করব, তবে রাজনৈতিক সমঝোতা করা আমাদের কাজ না। সংবিধান অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। যে দলগুলো আসবে আমরা তাদের নিয়ে নির্বাচন করব। আস্থার জায়গায় আমরা নিরপেক্ষভাবে কাজ করছি।’
মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে গতকালকের (শনিবার) মতবিনিময় সভা প্রসঙ্গে তিনি বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কীভাবে সুষ্ঠু করা যায় এই বিষয়ে আলোচনা হয়েছে। তারা চ্যালেঞ্জের বিষয়ে কিছু বলেননি। আমরা নির্বাচন করতে পারব না, এই চ্যালেঞ্জ নিয়ে তারা কিছু বলেননি।’
তিনি আরও বলেন, ‘তাদের কিছু দাবি দাওয়া ছিল। আমাদের অফিসাররা রিটার্নিং কর্মকর্তা হতে চান। চরাঞ্চল ও দুর্গম অঞ্চলে কাজ করা কষ্ট হয়ে পড়ে, এটা নিয়ে ব্যয় বাড়ানো হয়। সবসময় রিটার্নিং অফিসার অ্যাডমিন ক্যাডার থেকেই দেওয়া হয়। তাদের দাবিগুলো চাইলেই আমাদের দেওয়ার মতো সামর্থ্য নেই। তবে বাছাই করে কিছু দেওয়া যায়।’
‘কর্মকর্তারা জানিয়েছেন যে, যদি সব দল নির্বাচনে না আসে, তবে সেফটি মেজারমেন্ট রাখা হয়। সিকিউরিটি মানে অফিসের সিকিউরিটি। এই অফিস যেন নিরাপদ থাকে। তাদের দাবি-দাওয়া নিয়ে বসব। তবে এখনো কংক্রিট সিদ্ধান্ত হয়নি। প্রশাসনের সঙ্গে সমন্বয়হীনতার কথাও তারা বলেননি।’
এক প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ‘ইইউয়ের একটি পর্যবেক্ষক দল আসবে, তবে আমাদের সঙ্গে আলোচনায় বসবে কি না এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। কমিশনাররা বসে কী বলা উচিত সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তারা (ইইউ) বেশি করে পর্যবেক্ষক পাঠালে পাঠাক। তবে তাদের বাজেটে কিছুটা সমস্যা রয়েছে। তারা বেশি পরিমাণে পর্যবেক্ষক পাঠাতে পারে, আমরা এটাকে আমন্ত্রণ জানাব। এতে আমাদের কোনো আপত্তি নেই।’
বিদেশি পর্যবেক্ষক না এলে নির্বাচনের গ্রহণযোগ্যতা হারাবে কি না এমন প্রশ্নে এই কমিশনার বলেন, ‘কেউ যদি পর্যবেক্ষক না পাঠায়, তাহলে আমাদের দেশে কী পর্যবেক্ষক নেই। আমাদের কী জনগণ নেই? আমাদের বড় পর্যবেক্ষক আমাদের জনগণ। আমাদের মিডিয়া আছে, মিডিয়াও গুরুত্বপূর্ণ। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন।’
এসআর/কেএ