মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে জাপার বৈঠক কাল

যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে জাতীয় পার্টির (জাপা) নেতাদের বৈঠক সোমবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টায় হোটলে ওয়েস্টিনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক বার্তার এ তথ্য জানানো হয়।
বৈঠকে জাপার পক্ষ থেকে অংশ নেবেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অব.) ও চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মওলা।
এমএইচএন/কেএ