চট্টগ্রামে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পূর্ব বিরোধের জেরে মনজুর হোসেন (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
মনজুর হোসেন রাঙ্গুনিয়া স্বনির্ভর ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
পুলিশ জানিয়েছে, বালু তোলা নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে নিহত মনজুরকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদী থেকে বালু তোলা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনায় মামলাসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআর/এসকেডি