সকাল সকাল তিন জেলার সড়কে ঝরল ১১ প্রাণ

ময়মনসিংহ, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে চারজন পোশাককর্মী রয়েছেন। এসব দুর্ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) সকাল ৭টা থেকে আটটার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। ঢাকা পোস্টের জেলা প্রতিনিধিদের পাঠানো খবর—
ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় ৪ গার্মেন্টসকর্মীসহ ৬ জন নিহত হয়েছেন। বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
দুর্ঘটনায় নিহত ৬ জনের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে, এর মধ্যে ৪ জন ছিলেন পোশাককর্মী। তারা হলেন— ত্রিশালের রাগামারা এলাকার আহেদ আলীর ছেলে সোহেল মিয়া (৩৫), সদরের চুরখাই এলাকার কামরুজ্জামান লিটন (২৮), ত্রিশাল দক্ষিণ তেতুলিয়া এলাকার জেসমিন আক্তার (৩০), নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (২৮), ঈশ্বরগঞ্জের মারোয়াখালি এলাকার আলতাব হোসেন (৬০)। একজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী এসএস ট্রাভেলস নামের একটি বাসের চাকা পাংচার হওয়ার পর যাত্রীরা রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে আরেকটি বাস এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান।
মানিকগঞ্জ
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে সদর উপজেলার ভাটবাউর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি লেগুনা খাদে পড়ে চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন।
বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, যাত্রী নামানোর জন্য সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লেগুনাকে পেছন থেকে আকিজ গ্রুপের একটি স্টাফ বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খালের পানিতে পড়ে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।
মুন্সীগঞ্জ
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার ভাটেরচর এলাকায় একটি লরি দুর্ঘটনায় পড়ে। এতে এর চালক মারা যান। এ ঘটনায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে প্রায় ২ ঘণ্টা ঢাকামুখী যানবাহন চলাচল ব্যাহত হয়।
বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি মহাসড়কে উল্টে যায়। লরির নিচে চাপা পড়ে চালক মোহাম্মদ মানিক (২৭) নিহত হন।
ভবেরচর হাইওয়ে পুলিশের পরিদর্শক এসএম রাশেদুজ্জামান বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লরির নিচ থেকে চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে তার মৃত্যু হয়।
এমএসএ/আরকে
