কামরাঙ্গীরচরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল দুই বছরের শিশুর

রাজধানীর কামরাঙ্গীরচর থানার মুন্সিহাটি নদীর পাড়ে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় ওসমান গনি (২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনা এ তার বড় বোন হুমাইরা (৬) আহত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক শিশু ওসমান গনিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা জীবন আহমেদ বলেন, রাতে আমার বাসার সামনে ছেলে ও মেয়ে বের হলে একটি অটোরিকশা তাদের দুজনকেই ধাক্কা দেয়। পরে আমি তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে আমার ছেলেকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন অটোটিকে আটক করেছে বলে জানতে পেরেছি।
তিনি আরও বলেন, আমাদের বাসা কামরাঙ্গীরচর থানার মুন্সিহাটি নদীর পাড়ে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ওই শিশুটির মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খুব হৃদয়বিদারক ঘটনা। বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে জানিয়েছি।
এসএএ/এমএসএ