ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রডমিস্ত্রি নিহত

রাজধানীর ভাটারায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে রাকিব (২৪) নামে এক রড মিস্ত্রি নিহত হয়েছেন।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রাকিবের চাচা মো. রফিক মিয়া জানান, রাকিব রড মিস্ত্রির কাজ করতো। আজ সন্ধ্যার দিকে একটি ভবনের সপ্তম তলায় কাজ করার সময় পড়ে যায় সে।
তিনি আরও বলেন, রাকিব নীলফামারীর ডোমার উপজেলার হাফিজুল ইসলামের ছেলে। বর্তমানে ঢাকার মগবাজারের আমবাগান এলাকায় ভাড়া থাকতেন তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এনএফ