আগুনে ক্ষতিগ্রস্ত কৃষি মার্কেটের দোকান পুনর্নির্মাণ করবে ডিএনসিসি

রাজধানীর মোহম্মাদপুরের কৃষি মার্কেট আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া দোকানগুলো পুনর্নির্মাণ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। রোববার (১৫ অক্টোবর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
ক্ষতিগ্রস্ত দোকান পুনর্নির্মাণ করতে কাউন্সিলর ও কর্মকর্তাদের সমন্বয়ে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে এ কমিটির অনুমোদন দিয়ে একটি অফিস আদেশ জারি করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব মাসুদ আলম ছিদ্দিক।
সচিব মাসুদ আলম ছিদ্দিক জানান, এ কমিটি মোহাম্মদপুরের আগুনে ক্ষতিগ্রস্ত মার্কেটের দোকান নিয়ম অনুসরণ করে পুনর্গঠন করবেন। এখানে কমিটির সভাপতি ও সদস্য সচিবের স্বাক্ষরে অর্থ উত্তোলন করে কাজ পরিচালনা করতে বলা হয়েছে। এছাড়া কমিটির প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও স্থায়ী কমিটির সার্বিক সহযোগিতা নিতে হবে। পাশাপাশি অবৈধ দোকানগুলো উচ্ছেদেরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া দোকানগুলো পুনর্নির্মাণে ৭ সদস্যের কমিটির সভাপতি ডিএনসিসির ২৯ ওয়ার্ড কাউন্সিলর সলিমউল্লাহ সলু এবং সদস্য সচিব ডিএনসিসির অঞ্চল ৫ এর নির্বাহী প্রকৌশলী। এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন, ডিএনসিসি সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহিন আক্তার সাথী, মোহাম্মদপুর মার্কেটের সাধারণ সম্পাদক, ডিএনসিসির অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং অঞ্চল ৫ এর সমাজ কল্যাণ কর্মকর্তা।
এএসএস/এসকেডি