বেসিক ব্যাংকের বাচ্চুর পরিবারের সম্পদের হিসাব চাইবে দুদক

বেসিক ব্যাংক কেলেঙ্কারির প্রধান আসামি আবদুল হাই বাচ্চুর পরিবারের নামে দেশে ৪০০ কোটি টাকার বেশি মূল্যের সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সে কারণে বাচ্চু এবং তার স্ত্রী ও তাদের সন্তানদের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চায় সংস্থাটি। যার অংশ হিসেবে বাচ্চুসহ তার পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে সম্পদের বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
সোমবার (১৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে নেওয়া এমন সিদ্ধান্তের পর শিগগিরই সম্পদের বিবরণী চেয়ে নোটিশ জারি করা হবে বলে ঢাকা পোস্টকে জানিয়েছে সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র।
এ বিষয়ে দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, অবৈধ সম্পদের তথ্য-উপাত্ত থাকায় আবদুল হাই বাচ্চুসহ তার পরিবারের সম্পদের বিবরণী চাওয়া হচ্ছে। সম্পদের বিবরণী দাখিলের নোটিশ পাঠানোর পরে দুদকে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দিতে হবে বাচ্চুকে। বৈধ উৎস প্রমাণ করতে না পারলে স্ত্রী ও সন্তানসহ বাচ্চুর বিরুদ্ধে নতুন মামলা দায়ের করা হবে।
আরও পড়ুন
দুদকের গোয়েন্দা প্রতিবেদন বলছে, বেসিক ব্যাংক থেকে লোপাট হওয়া টাকার একটি অংশ দিয়ে দেশে পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ গড়েছেন বাচ্চু।
দুদক সূত্র বলছে, বাচ্চু এবং তার পরিবারের নামে দেশে ৪০০ কোটি টাকা বেশি সম্পদের খোঁজ মিলেছে। বৈধ আয়ে স্ত্রী ও সন্তানসহ বাচ্চুর পক্ষে এসব অর্থ উপার্জন করা সম্ভব নয় বলে মনে করছে সংস্থাটি। সে কারণে কমিশনের কাছে সম্পদের নোটিশ জারির জন্য অনুমতি চান দুদকের তদন্তকারী কর্মকর্তারা।
সম্পদ বিবরণী নোটিশ জারি হলে ২১ কর্মদিবসের মধ্যে বাচ্চু, তার স্ত্রী শিরির আক্তার এবং তিন সন্তান শেখ শাহরিয়ার পান্না, শেখ রাফা হাই ও ছাবিদ হাই অনিককে সম্পদের যাবতীয় হিসাব দিতে হবে।
বেসিক ব্যাংক থেকে ঋণের নামে লোপাট হয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছিল, ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান বাচ্চুর নির্দেশেই হয়েছে এ ঋণ জালিয়াতি।
২০১৫ সালে মামলা দায়েরের দীর্ঘ আট বছর পর গত জুনে ৫৮টি মামলায় বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ব্যাংকটির আলোচিত সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ ১৪৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় দুদক। যদিও আর্থিক খাতের অন্যতম খলনায়ক বাচ্চুকে বাদ দিয়ে মামলা দায়ের হয়েছিল।
এছাড়া, গত ৩ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট বাজারের ৩০.২৫ কাঠা জমি ক্রয় দেখিয়ে লুটপাট করা প্রায় ৯৫ কোটি টাকা গোপন করার চেষ্টা এবং সাড়ে ৮ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে বাচ্চু এবং হোটেল লা মেরিডিয়ানের মালিক আমিন আহমেদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
এ মামলার আসামিরা হলেন, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চু, তার স্ত্রী শিরিন আক্তার, তার ভাই শেখ শাহরিয়ার পান্না, বাচ্চুর ছেলে শেখ রাফা হাই ও শেখ ছাবিদ হাই অনিক এবং হোটেল লা মেরিডিয়ানের মালিক আমিন আহমেদ।
এদিকে, আত্মগোপনে থেকে সম্প্রতি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন বাচ্চু। যা এখন শুনানির অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
আরএম/কেএ