পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ব্যাংককে রোহিঙ্গা ইস্যুতে ইউএনএইচসিআর কর্তৃক আয়োজিত আঞ্চলিক সম্মেলনে এ সাক্ষাৎ হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. মোমেন রোহিঙ্গাদের জন্য অব্যাহত মানবিক সহায়তার জন্য ইউএনএইচসিআরকে ধন্যবাদ জানান। তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ইউএনএইচসিআরের সহযোগিতা চান।
আরও পড়ুন
ইউএনএইচসিআরের হাইকমিশনার রোহিঙ্গা সংকটের সমাধান হিসেবে স্বেচ্ছায় প্রত্যাবাসনের ওপর জোর দেন। তিনি প্রত্যাবাসনের লক্ষ্য অর্জনে সংস্থাটির পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এনআই/এমএসএ