ফ্ল্যাটের দাম ৫০ কোটি তবুও গুলশান-বারিধারায় নেই স্যানিটেশন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, গুলশান বারিধারার জমি অনেক দাম। একটি ফ্লাটের দাম প্রায় ৫০ কোটি টাকা অথচ অল্প টাকা খরচ করে বাড়িতে স্যানিটেশন ব্যবস্থা রাখে নাই তারা।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ এলাকায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্স পাঠাগার ও মধুবাগ মাঠ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, শহরকে ভালোবাসতে হবে। শহর নোংরা করা যাবে না। যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। ড্রেনে খালে সবাই ময়লা ফেলে দিচ্ছি। সিটি কর্পোরেশন থেকে ড্রেনের এবং খালের ময়লার প্রদর্শনী করবো। পয়ঃবর্জ্যের সংযোগ সরাসরি সারফেস ড্রেনে দিয়ে খাল দূষণ করা হচ্ছে।
তিনি বলেন, গুলশান-বারিধারার জমির অনেক দাম। একটি ফ্লাটের দাম প্রায় ৫০ কোটি টাকা অথচ অল্প টাকা খরচ করে বাড়িতে স্যানিটেশন ব্যবস্থা রাখে নাই। আমাদের টিম পরিদর্শন শুরু করেছে। পয়ঃবর্জ্যের সংযোগ ড্রেনে পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ডিএনসিসি মেয়র বলেন, অবৈধ দখলমুক্ত করে আধুনিক সুবিধা সম্বলিত মাঠ ও পার্ক নির্মাণ করেছি। খেলাধুলার সুযোগ মাদকমুক্ত সমাজ গড়তে সহায়তা করবে। একটা শ্রেণি চেয়েছিল বনানী পার্কটিতে গাড়ির পার্কিং সেন্টার করবে। বড়লোকদের গাড়ি পার্কিং করবে সেখানে। কিন্তু আমি সেটি হতে না দিয়ে জনগণের জন্য উন্মুক্ত পার্ক নির্মাণ করে দিয়েছি। টেন্ডারের মাধ্যমে মাঠ ও পার্কগুলো মেইনটেইন করার জন্য দায়িত্ব দেব। তাহলে এর সঠিক ব্যবস্থাপনা হবে।
মধুবাগ এলাকায় রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ করা হয়েছে উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, একসময় এই মধুবাগে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা হয়ে যেত। মধুবাগে এখন আর জলাবদ্ধতা হয় না। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। বৃষ্টি হলে এখন অল্প সময়ের মধ্যেই পানি নেমে যায়।
এএসএস/এমজে