মধুবাগ মাঠে প্রায় ১২শ গাছ লাগানো হয়েছে

শরীর চর্চার জন্য বিভিন্ন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ টুলসসহ রাতে খেলাধুলা করার জন্য ফ্লাইড লাইটের ব্যবস্থা করা হয়েছে মধুবাগ খেলার মাঠে। এছাড়া আর্টওয়ার্কসহ বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের ছোট বড় প্রায় ১১৭০টি গাছ লাগানো হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ এলাকায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্স পাঠাগার ও মধুবাগ মাঠ উদ্বোধন করা হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এই পার্কটি সম্পর্কের জানানো হয়েছে, মাঠের মধ্যে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে। রয়েছে ক্রিকেট খেলার জন্য উন্নতমানের ক্রিকেট পিচ। মাঠের চারিদিকে প্রশস্ত পায়ে হাঁটার পথ ও সাইকেল লেনের ব্যবস্থা, মাঠের পূর্বপার্শ্বে প্রশস্ত উন্মুক্তস্থান বসার স্থান। এছাড়া সিসি ক্যামেরা ও টিভিসহ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে ছোট বাচ্চাদের জন্য খেলার জায়গা এবং চিলড্রেন কর্নার।
জানা গেছে, এই মাঠের মোট আয়তন ১.৫৪০৮ একর। মাঠের উন্নয়ন ব্যয় ধরা হয়েছে চার কোটি ৫৫ লাখ ৬২ হাজার টাকা। পরামর্শক প্রতিষ্ঠান ছিল ভিত্তি-ডিপিএম জেভি এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জি কে এন্টারপ্রাইজ। মাঠটি নির্মাণ কাজ শুরুর হয়েছিল ২০২১ সালের সেপ্টেম্বর। মাঠটি সবুজ ঘাসে আচ্ছাদিত ৮০ গজ x ৫০ গজ পাশাপাশি ফুটবল খেলার মাঠও রয়েছে এখানে।
মাঠ উদ্বোধনের সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ১৮টি পার্ক ও ৪টি খেলার মাঠ নির্মাণ করেছি। এই মাঠ ও পার্কগুলো মেইনটেইন করতে হবে। সিটি কর্পোরেশন মাঠ নির্মাণ করে দিলেও এটি কিন্তু এলাকার জনগণই ব্যবহার করবে। তাই মাঠের যেন কোনো ক্ষতি না হয় সে বিষয় এলাকাবাসীকে সচেতন হতে হবে। আমি এলাকাবাসীকে আহ্বান করছি উন্নয়ন করা মাঠ-পার্ক আপনারা দেখে রাখবেন, রক্ষা করবেন।
এএসএস/জেডএস