সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রখ্যাত সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে ইউরোপ সফররত অবস্থায় তথ্যমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন। এ সময় তিনি শাহরিয়ারের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, হাসান শাহরিয়ারের দীর্ঘ একনিষ্ঠ সাংবাদিক জীবন গণমাধ্যম অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।
শনিবার (১০ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় তেজগাঁও ইমপালস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাসান শাহরিয়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এক ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ফুসফুস জটিলতা, জ্বরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন।
পিএসডি/এমএইচএস