করোনায় আক্রান্ত খাদ্য সচিব নাজমানারা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম। শনিবার (১০ এপ্রিল) খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী জানান, গত ৪ এপ্রিল (রোববার) খাদ্য সচিব করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তবে তিনি এখন ভালো আছেন। শারীরিক কোনো জটিলতা নেই, আইসোলেশনে আছেন।
নাজমানারা বিসিএস অষ্টম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে খাদ্য অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
করোনাভাইরাস মহামারির থাবায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশে সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজারের বেশি মানুষ। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় আট লাখ মানুষ।
এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ১৩ কোটি ৫৩ লাখ। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৯ লাখ ২৮ হাজার। ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিশ্বের প্রায় সকল দেশেই বেড়েছে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা।
এসএইচআর/জেডএস