হোটেল থেকে দাপ্তরিক কার্যক্রম করছেন রাষ্ট্রপতি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হোটেল থেকে এখন দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বাইপাস সার্জারির পর রাষ্ট্রপতির শারীরিক অবস্থা ধীরে ধীরে আরও উন্নতি হচ্ছে।
তিনি আরও জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এখন হাঁটাচলা ও স্বাভাবিক কাজকর্ম করছেন।
এদিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আশু আরোগ্য কামনা করেছেন সে দেশের প্রেসিডেন্ট থারম্যান শানমুগারাতনাম।
রাষ্ট্রপতির কাছে পাঠানো এক পত্রে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট তার সুস্থতা ও আশু আরোগ্য কামনা করেন।
এমএসআই/এনএফ