দাবি না মানলে বিষ খাবো

বিষের বোতল হাতে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন চাকুরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীরা। দাবি মেনে না নিলে বিষপানের হুমকিও দিয়েছেন তারা।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে নীলক্ষেত মোড়ে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা।
কুষ্টিয়া থেকে আসা আন্দোলনকারী উর্মি সিদ্দিকা বলেন, অবিলম্বে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা ও অবসরের বয়সসীমা বৃদ্ধির দাবি মেনে নিতে হবে। তা না হলে আমরা বিষ পান করব। এই বিষের বোতল হাতে নিয়ে এখানে দাঁড়িয়েছি। চারপাশে পুলিশ ঘেরাও করে রেখেছে। যদি আমাদের উপর আক্রমণ করা হয় তবে আমরা এখানেই মরবো।

আরও পড়ুন
তিনি বলেন, আমরা চাই বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে স্টার ২০১৮ বাস্তবায়ন করা হোক। কারণ সেখানে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার বিষয়টি বলা হয়েছিল। কিন্তু এরপরও সেটি বাস্তবায়ন করা হয়নি।
তিনি আরও বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫, অবসরে বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল' কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপনের দাবিগুলো আমাদের দীর্ঘদিনের। সেজন্য গত ৩০ আগস্ট থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছি। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সরব না।

এর আগে বিকেল ৪টা ৪০মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে এসে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ অবরোধের ফলে নীলক্ষেত-আজিমপুরসহ আশেপাশের এলাকার যান চলাচল বন্ধ রয়েছে।
আরএইচটি/এমজে