ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক

ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে তার চাকরি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরও পড়ুন
অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হককে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এসএইচআর/এমজে