সহজেই কমছে না শৈত্যপ্রবাহের দাপট

দেশের খুলনা বিভাগসহ উত্তরাঞ্চল এখন শীতে কাঁপছে। গত কয়েকদিনের শৈত্যপ্রবাহের কবলে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। সূর্যের দেখা মিললেও সহজেই কমছে না এ শৈত্যপ্রবাহের দাপট। অধিকাংশ এলাকায় আজও বয়ে যাবে শৈত্যপ্রবাহটি।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দুই এক জায়গা ছাড়া খুলনা বিভাগসহ উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকাতেই মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
কবে নাগাদ শৈত্যপ্রবাহটি শেষ হচ্ছে এমন প্রশ্নের জবাবে নাজমুল হক জানান, শৈত্যপ্রবাহ কবে শেষ হবে তা এখনও বলা যাচ্ছে না। তবে ধীরে ধীরে এর বিস্তৃত এলাকার সংখ্যা কমে আসবে।
আজ সকাল নয়টা পর্যন্ত চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও যেসব এলাকায় শৈত্যপ্রবাহটি বয়ে যাচ্ছে সেগুলো হলো- খুলনা বিভাগসহ মাদারীপুর, গোপালগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, কুষ্টিয়া, বরিশাল।
তাপমাত্রার তথ্য উল্লেখ করে আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার ঢাকাসহ দেশের অধিকাংশ জেলায় দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে রাতে এ তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। নদীর আশপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যাবে।
একে/এমএইচএস