পোশাক শ্রমিক রাসেল ও ইমরান হত্যার বিচারের দাবি বাসদের

গাজীপুরে নিহত পোষাক শ্রমিক রাসেল ও ইমরান হত্যার বিচার দাবি করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। পাশাপাশি গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা করারও দাবিও জানানো হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বজলুর রশীদ ফিরোজ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতিতে দেশের মানুষ যখন দিশেহারা, তখন মাত্র আট হাজার টাকায় একজন গার্মেন্টস শ্রমিকের পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা ভীষণ কষ্টসাধ্য। এ পরিস্থিতিতে গার্মেন্টস শ্রমিক সংগঠন ও শ্রমিকরা যখন নিম্নতম মজুরি ২৩ হাজার টাকার দাবিতে আন্দোলন করছে, সেসময় রপ্তানি আয়ে শীর্ষ ও উচ্চ প্রবৃদ্ধির গার্মেন্টস সেক্টরের মালিক পক্ষ থেকে মজুরি বোর্ডে ১০ হাজার ৪০০ টাকার প্রস্তাব করা গার্মেন্টস শ্রমিকদের জীবন নিয়ে উপহাস ও অপমানের শামিল। মালিকপক্ষের ওই প্রস্তাব শ্রমিকদেরকে বিক্ষুব্ধ করেছে, জীবন-জীবিকার অনিশ্চয়তা তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে।
তিনি বলেন, গতকাল বিক্ষুব্ধ ও আন্দোলনরত শ্রমিকদের ন্যায়সংগত দাবি না মেনে তাদের মিছিলে এবং কারখানায় পুলিশ ও সরকারি দলের সন্ত্রাসীরা হামলা করেছে। এতে রাসেল হাওলাদার ও ইমরান হাসান নামে দুজন শ্রমিক নিহত হয়েছে। আজও গাজীপুর ও মিরপুরসহ বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকদের মিছিলে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে শ্রমিকদেরকে আহত করেছে। এসবের সুষ্ঠু বিচার এখন সময়ের দাবি।
ওএফএ/কেএ