সহিংসতার ঘটনায় আরও ১৪ মামলা

আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় নতুন করে আরও ১৪টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় ৯৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২ নভেম্বর) এ তথ্য জানান ডিএমপির মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তি।
তিনি জানান, আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় নতুন করে আরও ১৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে পল্টন থানায় ৩টি, বাড্ডা ২টি, বংশালে ১টি, মুগদা ১টি, সবুজবাগ ১টি, ওয়ারী ১টি, ডেমরা ১টি, যাত্রাবাড়ী ১টি, মিরপুর ১টি, তেজগাঁও শিল্পাঞ্চল ১টি, বনানী ১টি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে গতকাল রাজধানীতে আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় করা বিভিন্ন মামলায় ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত ২১ অক্টোবর থেকে গতকাল ১ নভেম্বর পর্যন্ত ২ হাজার ১১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এমএসি/এসকেডি