চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বায়েজিদ লিংক রোডে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা মোহাম্মদ জিয়াউর রহমান (৪০) নামে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (৩ নভেম্বর) ভোর সাড়ে ৬টা দিকে বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিয়াউর রহমান পেশায় ভ্যানচালক। তার বাবার নাম দিলবার হোসেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক ঢাকা পোস্টকে জানান, সকালে সীতাকুণ্ড থেকে সড়ক দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনা হয়েছে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমআর/এমএ