যেকোনো সমস্যার তাৎক্ষণিক সমাধানে ডিএসসিসির উপ-কমিটি

নিজেদের আওতাধীন ৩৭ নম্বর ওয়ার্ডে যে কোনো ধরনের সমস্যা, দুর্যোগ পরবর্তী সময়ে তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়ার জন্য ও প্রস্তুত থাকার ১৭৫ সদস্যের উপ-কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
শুক্রবার (৩ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব হায়দার আলী এই উপ-কমিটির অনুমোদন দিয়ে একটি দপ্তর আদেশ জারি করেছেন।
ডিএসসিসি সচিব হায়দার আলী জানান, ১৭৫ জন সদস্য বিশিষ্ট এই উপ-কমিটি তাদের নিজেদের আওতাধীন ৩৭ নম্বর ওয়ার্ডে যে কোনো ধরনের সমস্যা, এবং দুর্যোগ পরবর্তী সময়ে তাৎক্ষণিকভাবে কাজ করবে।
ঢাকা দক্ষিণ সিটির ৩৭ নম্বর ওয়ার্ডের ১৭৫ সদস্য বিশিষ্ট এই কমিটির প্রথম ১৫ জনের মধ্যে আছেন, ওই এলাকার আমান, সান, অন্তর, রিজভী, আকিব, ফাহিম, জুনায়েদ, রায়হান, মেহেদি, রাসান, সামির, রবিন, ফরজ, ফখরুল এবং আকাশ।
এএসএস/এসকেডি