নিউমার্কেট-নীলক্ষেত এলাকায় নিরাপত্তা জোরদার

রাজধানীর নীলক্ষেত ও এলিফ্যান্ট রোডে গতকাল দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ (রোববার) সন্ধ্যা নামতেই এলাকাগুলোতে বাড়ানো হয়েছে পুলিশের টহল, সঙ্গে মাঠে রয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রেফাতুল ইসলাম।
তিনি বলেন, আগে থেকেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। তারপরও গতকাল অনাকাঙ্ক্ষিতভাবে সন্ধ্যার সময় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আজ বিষয়টি নিয়ে সতর্ক রয়েছি। কেউ যেন কোনোভাবেই এই ধরনের কার্যক্রম ঘটাতে না পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে টহল বাড়ানো হয়েছে। আমরাও সরাসরি মাঠে কাজ করছি।
কোনোভাবেই যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে বিষয়টি কঠোরভাবে দেখা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সরেজমিনে দেখা যায়, সায়েন্স ল্যাবরেটরি মোড়, বাটা সিগন্যাল, নিউমার্কেট, নীলক্ষেতসহ আশেপাশের জনবহুল ও গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। পাশাপাশি ট্রাফিক বিভাগের সদস্যরাও সতর্কতা বজায় রেখে সড়কে দায়িত্ব পালন করছেন। সাদা পোশাকেও মোতায়েন রয়েছেন থানা পুলিশের সদস্যরা। পাশাপাশি একাধিক টহল টিমও মহাসড়ক এবং গলিসহ আওতাধীন সকল এলাকায় দায়িত্ব পালন করছেন। তবে সড়কে গণপরিবহনের সংখ্যা একেবারেই কম। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, স্টাফ বাস, সিএনজির পরিমাণই বেশি।
অন্যান্য স্বাভাবিক সময় সন্ধ্যার পর এই এলাকাজুড়ে মানুষের ভালো উপস্থিতি থাকলেও আজ তেমনটি নেই। গাড়ির চাপ না থাকায় কোনো ধরনের যানজট বা সিগন্যালও দেখা যায়নি।
নিউমার্কেট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু ঢাকা পোস্টকে বলেন, নিউমার্কেট থানার আওতাধীন যেই এলাকাগুলো রয়েছে সেই জায়গায় টহল টিম বাড়ানো হয়েছে। সন্ধ্যার পর থেকে কড়া নজরদারি করা হচ্ছে। সার্বিকভাবে আমাদের তৎপরতা বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অনভিপ্রেত পরিস্থিতির খবর পাওয়া যায়নি। আশা করছি যে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে সেটি ভেদ করে কেউ কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে পারবে না।

অপরদিকে, পুলিশের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদেরও সড়কে অবস্থান নিতে দেখা গেছে। বাটা সিগন্যাল মোড়ে নিউমার্কেট থানা আওয়ামী লীগের নেতাকর্মীদের চেয়ার পেতে জড়ো হয়ে বসে থাকতে দেখা গেছে।
প্রসঙ্গত, বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি রোববার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। যদিও এর আগেই শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীতে ৪টি বাসে আগুন দেওয়া হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়েদাবাদে তিনটি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনার প্রেক্ষিতে আজ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আরএইচটি/এমজে