রাতের কলকাতায় বেআইনি পার্কিং ঠেকাতে নতুন উদ্যোগ

রাতের কলকাতায় বেআইনি পার্কিংয়ের অভিযোগ নতুন কিছু নয়। রাত হলেই শহরের রাস্তায় বেআইনিভাবে গাড়ি পার্কিং করে থাকেন অনেকে। এর ফলে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা তো বটেই, পৌরসভার পানির গাড়িও ওই সব রাস্তায় চলাচল করতে গিয়ে সমস্যার মধ্যে পড়ে। তাছাড়া, রাস্তাঘাট পরিষ্কার করতে গিয়ে সমস্যায় পড়েন বর্জ্য বিভাগের পরিচ্ছন্নতা কর্মীরা।
কলকাতায় প্রায় ২ লাখের বেশি গাড়ি রয়েছে। অথচ ৩০০টি গাড়ি নাইট পার্কিংয়ের অনুমতি নিয়েছে। এই অবস্থায় রাতের রাস্তায় বেআইনি পার্কিং রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে পৌরসভা। সেক্ষেত্রে অবৈধভাবে গাড়ি পার্কিং করলে ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা নেওয়া হবে। আর জরিমানা না দিলে সেক্ষেত্রে ব্যবস্থা নেবে কলকাতা পৌরসভা।
জানা গেছে, রাতে কোনো গাড়ি বেআইনিভাবে পার্কিং করা থাকলে সেই গাড়ির নম্বর পোর্টালে তুলে দেওয়া হবে। এরপরে ১,০০০ টাকা জরিমানা করা হবে। জরিমানা না দিলে সেক্ষেত্রে গাড়ির ফিটনেস সার্টিফিকেট বা ইন্স্যুরেন্স পুনঃনবায়ন করা হবে না।
উল্লেখ্য, কলকাতায় শুধু গাড়ির নম্বর দিলেই সব তথ্য চলে আসে এখন। পৌরসভার কর্মকর্তারা সেই সুযোগই কাজে লাগাচ্ছেন। পৌরসভা সূত্রে জানা গেছে, নতুন ব্যবস্থায় পিওএস মেশিনের সাহায্যে গাড়ির নম্বর স্ক্যান করা হবে। আর সেই নম্বর অনলাইন পোর্টালে নথিভুক্ত করা হবে। কলকাতা পুলিশ ও মোটর ভেহিকেলসের সহযোগিতায় এই নতুন ব্যবস্থা আনা হচ্ছে।
জানা গেছে, অনেক গাড়ির মালিক রয়েছে, যাদের গ্যারেজ নেই। ফলে তারা অবৈধভাবে রাস্তায় গাড়ি পার্কিং করে থাকেন। এই সমস্যার সমাধানে ভাড়ার ব্যবস্থা চালু করেছিল কলকাতা পৌরসভা। সেক্ষেত্রে বাড়ির আশেপাশে কোনো ঝামেলা ছাড়াই গাড়ি রাখার সুযোগ দেওয়া হয় মালিকদের। ছোট গাড়ির জন্য বছরে ৬ হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা চালু করেছিল পৌরসভা। কিন্তু, তাতে অনীহা দেখা যাচ্ছে গাড়ির মালিকদের। সেই কারণেই এই বিশেষ উদ্যোগ।
সাধারণত নিয়ম অনুযায়ী, ১৮ ফুটের কম চওড়া রাস্তায় গাড়ি পার্কিং অবৈধ। তাই নাইট পার্কিংয়ের ক্ষেত্রে ছোট গাড়ির জন্য বছরে ৬,০০০ টাকা এবং বড় গাড়ির জন্য বছরে ১২ হাজার টাকা নেওয়ার ব্যবস্থা চালু করেছে কলকাতা পৌরসভা। সেক্ষেত্রে অনলাইনে অথবা অনলাইনে গাড়ির পার্কিংয়ের বিষয়ে আবেদন করার ব্যবস্থা রয়েছে। এছাড়া নির্দিষ্ট নম্বরে ফোন করে পার্কিং সংক্রান্ত যাবতীয় তথ্য জানার ব্যবস্থা রয়েছে।
সূত্র : হিন্দুস্থান টাইমস বাংলা
জেডএস
