প্রমাণ বা ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা পুলিশ সদরের

অবরোধ-হরতালে পরিবহন বা স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগকারীদের উপযুক্ত প্রমাণসহ ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পর এ ঘোষণা দিল পুলিশ সদরদপ্তর।
মঙ্গলবার (৭ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের থেকে পাঠানো খুদেবার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, অবরোধ-হরতালে পরিবহন বা স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগকারীদের উপযুক্ত প্রমাণসহ ধরিয়ে দিলে অথবা সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।
এর আগে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ঘোষণা করেন, চলমান অবরোধের মধ্যে যারা সহিংসতা, নাশকতা করছে যারা গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রোল বোমা মারছে, তাদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে।
আরও পড়ুন
সোমবার (৬ নভেম্বর) সকালে ডিএমপির সঙ্গে পেট্রোল পাম্প মালিক সমিতির নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিভিন্ন স্থানে যারা গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রোল বোমা মারছে, সহিংসতা নাশকতা করছে তাদের অনেককে আমরা হাতেনাতে গ্রেপ্তার করেছি। অনেক স্থানীয় প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন। নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার নগদ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি।
জেইউ/এসএম