বিএনপির মহাসমাবেশে আহত পুলিশ সদস্যকে ভারতে পাঠানো হচ্ছে

বিএনপির ডাকা মহাসমাবেশে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত পুলিশের নায়েক আব্দুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ভারতের অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। এসময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গত ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশে সংঘর্ষে আহত নায়েক আব্দুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ভারতের অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুরে ঢাকা মেডিকেলের আইসিইউ থেকে লাইভ সাপোর্ট অ্যাম্বুলেন্সে তাকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
এর আগে, গত ৩০ অক্টোবর সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেলে আসেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। পরে আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। তারই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) আহত পুলিশ নায়েক আব্দুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ভারতের অ্যাপোলো হাসপাতালে পাঠানো হলো।
এসএএ/কেএ