এনবিআরে শিশু দিবাযত্ন কেন্দ্রের যাত্রা শুরু

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) নবনির্মিত ভবনের তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে শিশু দিবাযত্ন কেন্দ্র।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম শিশু দিবাযত্ন কেন্দ্রটি উদ্বোধন করেন।
এনবিআর জানায়, এনবিআরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ১ থেকে ৭ বছর বয়স পর্যন্ত বয়সী শিশু সন্তানের বাবা/মায়ের অফিসকালীন নিরাপদ পরিবেশে অবস্থান নিশ্চিত করতেই এই দিবাযত্ন কেন্দ্র উদ্বোধন করা হয়। শিশু সন্তানের জন্য নিরাপদ অবস্থানের ব্যবস্থা নিশ্চিত হলে কর্মকর্তা কর্মচারীদের কাজের স্পৃহা, মান ও গতি ত্বরান্বিত হয়। বিশেষ করে কর্মজীবী নারী কর্মকর্তা কর্মচারীরা কাজে অধিকতর মনোসংযোগ করতে পারেন। এতে করে দাপ্তরিক কার্যক্রম ত্বরান্বিত হয়। দপ্তরের সামগ্রিক কার্যক্রমের মানোন্নয়নের বিষয়টি বিবেচনা করেই শিশু দিবা যত্ন কেন্দ্র উদ্বোধন করা হয়।
শিশুর কেন্দ্রটিতে মোট ২০ শিশুর থাকার ধারণক্ষমতাসম্পন্ন। দিবাযত্ন কেন্দ্র অফিস খোলা থাকার দিনগুলিতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বাচ্চা রাখতে পারবে।
গত ৫ ফেব্রুয়ারি ১২ তলা বিশিষ্ট নতুন আধুনিক জাতীয় রাজস্ব ভবন উদ্বোধন করা হয়। কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ সর্বাধুনিক সুবিধা-সংবলিত ভবনের মোট আয়তন ছয় লাখ ৮২ হাজার ৮৯৭ বর্গফুট। প্রতিটি ফ্লোরের উচ্চতা ১৩ ফুট। বেজমেন্টের আয়তন ৬৬ হাজার বর্গফুট। নিচতলা থেকে চতুর্থতলা পর্যন্ত প্রতিটি ফ্লোরের আয়তন ৪৪ হাজার বর্গফুট করে। পঞ্চম থেকে বাকি সব তলার আয়তন ৪৬ হাজার বর্গফুট।
আরএম/এসএম