বনানী সুপার মার্কেটের ফ্লোর এরিয়া পরিমাপে ডিএনসিসির কমিটি

বনানী সুপার মার্কেটের হাউজিং কমপ্লেক্সের উপরের তলাগুলো নির্মাণ প্রকল্পের খসড়া চুক্তি চূড়ান্ত করার জন্য ফ্লোর এরিয়া পরিমাপের জন্য ৪ সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
শুক্রবার (১০ নভেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে কমিটি চূড়ান্ত করেছেন।
ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, চার সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের সহকারী প্রকৌশলী হারুন অর রশীদকে এবং সদস্য সচিব করা হয়েছে ডিএনসিসির সম্পত্তি বিভাগের সার্ভেয়ার মোহাম্মদ তসলিম হোসেন।
এছাড়া কমিটি বাকি সদস্যরা হলেন, ডিএনসিসির ট্রাফিক ইঞ্জিনিয়ার সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী মহিনুর রহমান এবং একই সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী এস এম শাহেদুর রহমান।
এএসএস/এসকেডি