চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৫৪১ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এদিন জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন।
সোমবার (১২ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত একদিনে চট্টগ্রামে ২ হাজার ৬০৩টি করোনা নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে ৫৪১ জনের করোনা শনাক্ত হয়।
নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীর ৪৫২ জন এবং বিভিন্ন উপজেলার ৮৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪৪ হাজার ৮৬০ জন। এদের মধ্যে নগরীর ৩৫ হাজার ৯৮৩ জন ও বিভিন্ন উপজেলার ৮ হাজার ৮৭৭ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ৪৩০ জনের প্রাণহানি হয়েছে। এর আগে শনিবার (১০ এপ্রিল) চট্টগ্রামে করোনায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছিলেন ৫২৩ জন।
কেএম/এমএইচএস