‘গাজায় যুদ্ধ বন্ধে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের এগিয়ে আসার বিকল্প নেই’

জাতিসংঘের পক্ষ থেকে বিশেষ অধিবেশন ডেকে গাজায় ইসরাইলের হামলা বন্ধের দাবি জানিয়েছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সেই সঙ্গে মানবতা-বিরোধী এই অপরাধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়সহ গোটা পৃথিবীর সকল মানবিক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন সংগঠনের নেতারা। পাশাপাশি গাজায় শিশুসহ আহত সকলের সুচিকিৎসা নিশ্চিত করারও দাবি সংগঠনের নেতাদের।
শনিবার (১১ নভেম্বর) প্রেস ক্লাবের সামনে ‘প্যালেস্টাইনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং গাজায় নির্বিচারে শিশু হত্যা বন্ধের দাবিতে’ আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা।
মানববন্ধনে বক্তারা বলেন, প্যালেস্টাইনজুড়ে এখন মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সেখানে প্রতি ১০ মিনিটে হামলায় মৃত্যু হচ্ছে একজন শিশুর। দিনে মারা যাচ্ছে ১৬০ জন শিশু। এখন পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। হাসপাতাল, আবাসিক এলাকা থেকে শুরু করে সকল স্থানে হামলা করে পুরো অঞ্চলকে মৃত্যু উপত্যকায় পরিণত করা হয়েছে। এই পরিস্থিতিতে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের এগিয়ে আসার বিকল্প নেই। আমরা চাই পৃথিবীর সকল শিশু মুক্ত পরিবেশে হাসার সুযোগ পাক। তারা ন্যায্য অধিকার নিয়ে বসবাস করুক।
মানববন্ধনে বক্তব্য রাখেন উদীচীর সহ-সভাপতি প্রবীর সরদার, খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ শরীফ আহমেদ, হাসান তারেক, হান্নান চৌধুরী, শফিকুর রহমান শহীদ, সুনীল সরকার, আশরাফিয়া আলী আহমেদ নান্তু, প্রবীর সাহা, সাংবাদিক অশোকেশ রায়, সাংবাদিক রাজন ভট্টাচার্য, আবদুল মান্নান, সুজন মজুমদার, শিল্পী সাহা, শামীম সিকদার, কুলসুম আক্তার জান্নাত প্রমুখ।
ওএফএ/এসকেডি