হুইপ ইকবালুর রহিমের নতুন এপিএস মো. কাজল

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অফিসের সহকারী রেজিস্ট্রার মো. কাজল।
রোববার (১২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের অভিপ্রায় অনুযায়ী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অফিসের সহকারী রেজিস্ট্রার মো. কাজলকে তার সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ করা হলো।
এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. কাজলকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে জানানো হয়।
এসএইচআর/এসকেডি