করোনা আক্রান্ত লাইলী, সেরে উঠছেন চিকিৎসক ছেলে

করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ডা. এস এম আকবর জ্যাফরী। চিকিৎসাধীন অবস্থায় এখন সেরে উঠছেন অনেকটাই। এরই মধ্যে আক্রান্ত হয়েছেন তার মা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।
সোমবার (১২ এপ্রিল) ফরিদুন্নাহার লাইলী জানান, আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। কিছুদিন ধরে শরীর ভালো যাচ্ছিল না। জ্বর আসা-যাওয়া করত। এই মুহূর্তে সর্দি আছে, কোনো ঘ্রাণ পাচ্ছি না। এছাড়া আর কোনো শারীরিক সমস্যা নেই। চিকিৎসকের পরামর্শক্রমে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি।
তিনি বলেন, তার আগে আমার একমাত্র চিকিৎসক সন্তান করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন। গেল এক বছর সে করোনা রোগীদের সেবা দিয়েছে। আপনাদের দোয়ায় সে এখন অনেকটা সেরে উঠেছে। আমার জন্য, আমার সন্তানের জন্য আপনারা দোয়া করবেন। আমার সন্তান ডা. এস এম আকবর জ্যাফরী যেন সুস্থ হয়ে আবারও করোনা রোগীদের চিকিৎসা দিতে পারেন সেই দোয়া করবেন।
এইউএ/এইচকে