সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক মাজহারুল

বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মাজহারুল ইসলাম খানকে প্রেষণে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশীদ উন নবীকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীকে প্রেষণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমানকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার পদে আন্দ্রিয় স্কু-কে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
এসএইচআর/জেডএস