বায়রা নির্বাচনে ভোটার তালিকা সংশোধনের দাবি

জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রার ২০২১-২০২৩ মেয়াদের নির্বাচনের পুনঃতফসিল ও ভোটার তালিকা সংশোধনসহ ৫ দফা দাবি জানিয়েছে নির্বাচনে অংশ নিতে যাওয়া সম্মিলিত গণতান্ত্রিক জোট।
সোমবার (১২ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সম্মিলিত গণতান্ত্রিক জোটের প্যানেল প্রধান মোহাম্মদ রুহুল আমিন স্বপন।
তাদের দাবিগুলো হলো- বায়রা নির্বাচন ২০২১-২০২৩ মেয়াদের ভোটার তালিকার সব ত্রুটি সংশোধন করতে হবে; যাদেরকে কোনো কারণ দর্শানো ব্যতিত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করতে হবে; বায়রায় চাঁদা বকেয়া থাকা, লাইসেন্স নবায়ন না থাকা এবং বিধি বহির্ভূতভাবে ভোটার তালিকায় যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের নাম ভোটার তালিকা হতে বাদ দিতে হবে; বায়রা নির্বাচনে অনিয়মের সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং বর্তমান নির্বাচনী তফসিল পরিবর্তন করে পুনঃতফসিল ঘোষণা করার মাধ্যমে স্বচ্ছ, নিরপেক্ষ এবং সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
সংবাদ সম্মেলনে রুহুল আমিন অভিযোগ করে বলেন, গত ৬ এপ্রিল বায়রা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে এবং অসংখ্য ত্রুটি রয়েছে। কারণ ছাড়াই কোনো বিধি-বিধানের তোয়াক্কা না করে আমিসহ অনেক সিনিয়র নেতাকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে ব্যাপক অনিয়মের মাধ্যমে অবৈধ পন্থায় অনেককে ভোটার করা হয়েছে।
তিনি বলেন, বায়রা নির্বাচন ২০২১-২০২৩ উপলক্ষে প্রকাশিত শিডিউল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের সব কার্যক্রম যথানিয়মে অনুষ্ঠিত হচ্ছে। এর ধারাবাহিকতায় গত ২৫ মার্চের খসড়া ভোটার তালিকায় আমার নামসহ সম্মিলিত গণতান্ত্রিক জোটের আরও ২৭ জনের নাম অন্তর্ভূক্ত ছিল। পরে অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যে, ৬ এপ্রিল প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় আমিসহ বায়রার গুরুত্বপূর্ণ ও সিনিয়র ব্যবসায়ী নেতাদের নাম বাদ দেওয়া হয়েছে।
রুহুল আমিন বলেন, ট্রেড অর্গানাইজেশনের বিধিতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে, নির্বাচন আপিল বোর্ড কর্তৃক ভোটার তালিকা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট ভোটার বা পক্ষকে তাদের আত্মপক্ষ সমর্থনের কাজগপত্র বা দলিলপত্র বা তথ্য উপস্থাপনের জন্য অবশ্যই সুযোগ দিতে হবে। যা শুধু ট্রেডবডিই নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। অথচ আমাদের ক্ষেত্রে কোনো আইন-কানুন ও বিধি-বিধানের তোয়াক্কা না করে, প্রাথমিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও, চূড়ান্ত ভোটার তালিকা থেকে সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে আমাকেসহ অন্য ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফোয়াব সভাপতি আব্দুল আলিম, সম্মিলিত গণতান্ত্রিক জোটের সমন্বকারী শফিকুল আলম ফিরোজ প্রমুখ।
এমএইচএন/জেডএস