উজটেক্সটাইলপ্রমের চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের বৈঠক

উজবেকিস্তানের টেক্সটাইল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (উজটেক্সটাইলপ্রম) চেয়ারম্যান ইখোম উথকুরোভিক খাইদারভের সঙ্গে বৈঠক করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।
সোমবার (১৩ নভেম্বর) উজটেক্সটাইলপ্রমের চেয়ারম্যানের দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
তাসখন্দের বাংলাদেশ দূতাবাস জানায়, বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্পসারণ করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এক্ষেত্রে বিশেষ গুরত্ব দেওয়া হয় তৈরি পোশাকের শিল্প খাত নিয়ে। বৈঠকে ব্যবসা-বিনিয়োগের বিভিন্ন সম্ভবনা নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়।
বৈঠকে কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিআইএস-বিসিসিআই) বেশ কয়েকজন ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন।
এনআই/এসএম