ইসির সামনে ফুটবল খেলায় মেতেছে শিশু-কিশোররা

চারদিকে প্রতিবন্ধকতা, বন্ধ সড়ক। আশপাশের অফিসগুলোতে যাতায়াতে কেবল ব্যবহার হচ্ছে গাড়ি। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা। সবমিলিয়ে কঠোর নিরাপত্তায় ঢেকে আছে নির্বাচন কমিশন (ইসি) ভবন।
বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে যখন এমন নিরাপত্তা ব্যবস্থা, ঠিক নির্বাচন ভবন থেকে বের হয়ে বাঁ দিকের ফাঁকা রাস্তায় একদল শিশু-কিশোর মেতেছে ফুটবল খেলায়। কেউ কেউ আবার ব্যাডমিন্টন, কেউ-বা দৌড়াদৌড়ি ও হইহুল্লোড়ে ব্যস্ত। মূলত নিরাপত্তাজনিত কারণে আশপাশের রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়ায় শিশু-কিশোররা মেতেছে নানা খেলায়।
ফাঁকা সড়কে ফুটবল খেলায় অংশ নেওয়া শিশু জোবায়ের জানায়, তারা পাশের বস্তিতে থাকে। আজ সকাল থেকে এদিকের সব রাস্তা বন্ধ। ফাঁকা রাস্তা পেয়ে তারা সেখানে ফুটবল খেলতে নেমেছে।

সবসময় রাস্তা ফাঁকা পাওয়া যায় না। আবার পুলিশও আছে। এ কারণে নির্ভয়ে তারা রাস্তায় খেলত পারছে— জানায় জোবায়ের।
যদিও এ ফাঁকা সড়কে ফুটবল খেলায় অংশ নেওয়া জোবায়েররা জানে না সামনে নির্বাচন। আজ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল কি— সেটাও তারা জানে না। সড়কগুলো কেন বন্ধ, এত পুলিশ-ই বা কেন? বিজিবি ও র্যাব সদস্যদের উপস্থিতি তাদের মধ্যে বেশ কৌতূহলের জন্ম দিলেও একপর্যায়ে তাদের সব মনোযোগ খেলার প্রতি।
এদিকে, বুধবার সকাল থেকে নির্বাচন ভবন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের দিকে ব্যারিকেড বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সামনের সড়ক থেকে নির্বাচন ভবনের দিকে আসার সড়কেও ব্যারিকেড বসানো হয়েছে। বিজিবি সদস্যরা টহল দেওয়ার পাশাপাশি ইসির সামনে অবস্থান নিয়েছেন। অতিরিক্ত পুলিশ সদস্যরাও নির্বাচনের ভবনের সামনে অবস্থান করছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি যেন তৈরি না হয় সেদিকে নজর রেখে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। আগারগাঁও এলাকায় নির্বাচন ভবন ঘিরে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন
শুধু নির্বাচন কমিশন ভবন নয়, আশপাশেও বিশেষ নজর রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিন দুপুরের দিকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য আগারগাঁও নির্বাচন কমিশন ভবন ঘুরে দেখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

ডিএমপি কমিশনার এ সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘তফসিল ঘোষণা হবে, তাই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য এসেছি। সবার সঙ্গে কথা বললাম। নির্বাচন কমিশন ও নগরবাসীর নিরাপত্তার জন্য যে সব পদক্ষেপ পুলিশের পক্ষ থেকে নেওয়া দরকার, যেমন— সিকিউরিটি চেকআপ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো আছে, সেগুলো দেখা। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
এএসএস/