আদাবরে একটি ভবনে আগুন

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় জাতীয় গৃহায়ন ও গণপূর্ত প্রজেক্টের একটি ভবনের একটি ফ্লোরে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাত ১টা ২২ মিনিটে ১৬তলা ওই আবাসিক ভবনের পাঁচতলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এআর/কেএ