চাঁদপুর সদর বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার

চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর শহরের ষোলঘর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসিন আলম।
ওসি শেখ মুহসিন আলম জানান, জাহাঙ্গীরকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন খান চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি। তিনি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
আনোয়ারুল হক/কেএ