স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ

মহাকাশ বিজ্ঞান, স্পেস রোবটিক্স, স্পেস টেকনোলজি, ইনোভেশন, সোলার সিস্টেম, গ্যালাক্সি, স্পেস প্রোগ্রামিং ও কসমোলজি নিয়ে ছাত্র-ছাত্রীদের অগ্রহী করে গড়ে তুলতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড’।
বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং স্পেস ইনোভেশন ক্যাম্পের উদ্যোগে এর আয়োজন করা হবে।
বাচ্চাদের বয়স অনুযায়ী দুইটি প্রিলিমিনারি এবং সেকেন্ডারি অনলাইন এক্সামের মাধ্যমে বাছাইকৃতদের নিয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সামে তিনটি গ্রুপের নয়জনকে রানার্সআপ, দ্বিতীয় রানার্সআপ এবং চ্যাম্পিয়নসহ একজন পাবে এক্সিলেন্স অ্যাওয়ার্ড।
আয়োজনটি সম্পর্কে স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়ার্ডের বাংলাদেশের প্রধান আরিফুল হাসান অপু বলেন, আমি দেখেছি যে মহাকাশ অনুসন্ধানের গল্পগুলো শিশুদের ওপর গভীর প্রভাব ফেলে। এই দুঃসাহসিক কাজ, কৌতূহল এবং বৈজ্ঞানিক আবিষ্কারের গল্পগুলো কেবল বাচ্চাদের কল্পনাকেই বিমোহিত করে না, বরং এটি একটি মূল্যবান শিক্ষামূলক অভিজ্ঞতাও তাদের জন্য৷ এই গল্পগুলোর মাধ্যমে শিশুরা মহাবিশ্বের বিস্ময়গুলো খুঁজতে থাকে এবং প্রয়োজনীয় সমস্যা সমাধানের বিষয়গুলো সম্বন্ধে জানার চেষ্টা করে।
আয়োজনটিতে সহ-আয়োজক হিসেবে থাকছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। অ্যাকাডেমিক পার্টনার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং নলেজ পার্টনার ক্রিয়েটিভ জুনিয়র। আর পাওয়ার্ড বাই এসিআই পিউর সল্ট।
স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এই ঠিকানায়।
কেএ
