মধ্যরাতে ধানমন্ডিতে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর ধানমন্ডি এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে সাভার থেকে ছেড়ে আসা মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালাব বিন জসিম জানান, ধানমন্ডির সায়েন্সল্যাবের কাছে মৌমিতা পরিবহনের একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত ১২টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করে।
বাসটির চালক উজ্জ্বল সরদার বলেন, গাড়িতে ১৫-১৬ জন যাত্রী ছিল। গাড়ির জানালাও আটকানো ছিল। এরই মধ্যে ধানমন্ডি ৪ নম্বর সড়ক পার হওয়ার পর একজন পেছন থেকে এসে আগুনের কথা জানায়। তখন সাথে সাথে আমরা বাস থামিয়ে অগ্নি নির্বাপণ যন্ত্র বের করে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু মুহূর্তের মধ্যেই পুরো বাসে আগুন ধরে যায়। একজন যাত্রী হাতে আগুন লেগে আহত হয়েছেন। আগুন লাগার বিষয়টি মালিকপক্ষকে জানিয়েছি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে। আগুনে পুরো বাসই পুড়ে গেছে।
বাসচালকের সহকারী তৌফিকুল ইসলাম বলেন, আমি সামনে ইঞ্জিনের কাছে ছিলাম। কীভাবে আগুন লেগেছে বলতে পারি না।
তবে দুষ্কৃতকারীদের ধরতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম। ঢাকা পোস্টকে তিনি বলেন, সাইনবোর্ড থেকে ছেড়ে আসা মৌমিতা পরিবহনের একটি গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। বাসের স্টাফদের ভাষ্যমতে আজিমপুর থেকে সর্বশেষ যাত্রী উঠেছে। ধানমন্ডি ৪ নম্বর রোড ক্রস করার পরই আগুন ভেতর থেকে জ্বলে উঠে।
গাড়ির ভেতর থেকেই আগুন দেওয়া হয়েছে উল্লেখ করে ওসি বলেন, আমরা যাত্রীসহ সবার সাথে কথা বলেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে যাত্রী বেশে গাড়িতে উঠে দুষ্কৃতকারীরা আগুন দিয়েছে। এরপরেই সবাই একসঙ্গে নেমে চলে গিয়েছে। এছাড়া সিসি ক্যামেরা পর্যালোচনা করে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে।
আরএইচটি/আরএআর