ঢাকার দুটি আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাঈদ খোকন

ঢাকা-৬ ও ঢাকা-৮ সংসদীয় আসনে নৌকার মনোনয়ন চেয়ে ফরম জমা দিয়েছেন সাঈদ খোকন। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র।
সাঈদ খোকন গতকাল শনিবার মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনেই দুই আসন থেকে ফরম সংগ্রহ করেন। আজ (রোববার) দুপুর ১২টায় ফরম জমা দেন তিনি।
এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক এই নগরপিতা বলেন, আমি ঢাকার মেয়ের ছিলাম, আমার বাবাও মেয়র ছিলেন। আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি আমার সাধ্যমতো নৌকার বিজয় নিয়ে আসার চেষ্টা করব।
আরও পড়ুন
তিনি বলেন, আমি যখন মেয়র ছিলাম তখন মানুষের উন্নয়নে কাজ করেছি। তাই আমার বিশ্বাস মনোনয়ন পেলে মানুষ আমাকে ভোট দেবে।
এমএসআই/এমএ