চমেক হাসপাতাল থেকে নারী ‘দালাল’ আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে লায়লা নাসরিন আহমেদ (৩৪) নামে এক নারী দালালকে আটক করেছে পুলিশ।
সোমবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে তাকে আটক করা হয়।
লায়লা নাসরিন পটিয়া উপজেলার ডাঙাপাড়া এলাকার রশিদ আহমদের মেয়ে। তিনি বর্তমানে নগরের বাকলিয়া থানার বগারবিল এলাকায় থাকেন।
পুলিশ জানিয়েছে, আটক নারী বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা এবং নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ নানা কার্যক্রমে জড়িত।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, হাসপাতালে দালালির কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত নেওয়া হচ্ছে।
এমআর/এমএ