হিসাবরক্ষণ কর্মকর্তাদের সমন্বিত চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকা প্রকাশ

মন্ত্রণালয় ও বিভাগগুলোর হিসাব কোষের কর্মরত অতিরিক্ত হিসাবরক্ষণ কর্মকর্তা ও সহকারী হিসবারক্ষণ কর্মকর্তাদের সমন্বিত চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি এ তালিকা প্রকাশ করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
তালিকা দেখতে এখানে ক্লিক করুন>>>
বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয় ও বিভাগগুলোর হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালার তফসিলের ক্রমিক-১ এ হিসাবরক্ষণ কর্মকর্তা (গ্রেড-৯) পদে পদোন্নতির লক্ষ্যে ফিডার পদভুক্ত অতিরিক্ত হিসাবরক্ষণ কর্মকর্তা ও সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তাদের সমন্বিত চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকা প্রণয়ন করা হয়েছে।
নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী (জ্যেষ্ঠতা ও পদোন্নতি) বিধিমালা, অনুযায়ী এ তালিকাটি সংশ্লিষ্ট সবার অবলোকনের জন্য প্রকাশ করা হয়েছে বলেও এতে জানানো হয়।
এসএইচআর/এসএম