মিরপুরে ৯ তলা থেকে পড়ে ৩ শ্রমিক আহত

রাজধানীর মিরপুরে নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে মাচা ভেঙে পড়ে ৩ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- আক্তারুল (৪৫), সাইফুল ইসলাম (২২) ও কামাল মিয়া (৩০)। তাৎক্ষণিকভাবে তাদের ঠিকানা ও পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।
বুধবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় ১০তলা ভবনের ৯তলায় প্লাস্টার করার সময় মাচা ভেঙে নিচে মাটিতে পড়ে যান তারা। প্রথমে তাদের গুরুতর আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দালাল জোর করে মোহাম্মদপুরের ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুজনকে রেখে আক্তারুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহতদের সহকর্মী আবু বক্কর সিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, ৯ তলায় মাচা বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন তারা। হঠাৎ মাচা ভেঙে নিচে পড়ে যায়। আহতদের পঙ্গু হাসপাতালে নিলে দালাল চক্র তাদের মোহাম্মদপুরের ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে ২ জনকে রেখে আক্তারুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মিরপুর মডেল থানা এলাকায় ৯ তলা ভবনে কাজের সময় মাচা ভেঙে তিনজন নিচে পড়েন। এর মধ্যে একজন ঢাকা মেডিকেলে এসেছেন, তার চিকিৎসা চলছে। বাকি দুজন মোহাম্মদপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এসএএ/এইচকে