ঢাকা-৭ আসনে বাতিল হলো ৫ জনের মনোনয়ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বাকি ৬ জনের মনোনয়ন বৈধ হিসেবে বিবেচিত হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকা-৭ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম এ তথ্য জানান।
ঢাকা-৭ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী নুরজাহান বেগমের আয়-ব্যয় বিবরণী অসম্পূর্ণ থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সেই সঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী ইদ্রিস বেপারীর হলফনামায় স্বাক্ষর না থাকার তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
আরও পড়ুন
এছাড়া ঋণখেলাপির কারণে তৃণমূল বিএনপির প্রার্থী সৈয়দা নূরুন নাহারের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী মো. আসলামের প্রার্থিতা বাতিল করা হয়েছে ঋণখেলাপি ও ১ শতাংশ ভোটারের সমর্থনের তথ্যে গরমিল থাকার কারণে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমানের বিবিধ কারণ উল্লেখ করে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এএসএস/এসএম